1. live@morningnews49.online : Morning News 49 : Morning News 49
  2. info@www.morningnews49.online : Morning News 49 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

ভূমিকম্পের পর সাহায্য চাইলেন মিয়ানমারের জান্তা সরকার

মর্নিং নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন।
নেপিডো থেকে বার্তা সংস্থা এএফপি এখবর জানায়।
এএফপির সাংবাদিকরা দেখেছেন, শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর জান্তা প্রধান মিন অং হ্লাইং নেপিডোর একটি হাসপাতালে আহতদের দেখতে গেছেন।
জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন হাসপাতালে এএফপিকে বলেন, ‘আমরা আশা করছি, আন্তর্জাতিক সম্প্রদায় যত দ্রুত সম্ভব মানবিক সাহায্য পাঠাবেন।’ ভূমিকম্পে হতাহতের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। তবে জনবিচ্ছিন্ন সামরিক সরকার সাহায্যের জন্য আবেদন করছে। প্রাকৃতিক দুর্যোগের পর মিয়ানমার খুব কমই বৈদেশিক সাহায্যের আবেদন করে। ধারণা করা হচ্ছে, তারা বৃহৎ পরিসরে সাহায্যের জন্য আবেদন করতে পারে। জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬ টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো- সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, উত্তর-পূর্ব শান রাজ্য, নেপিডো ও বাগো। জাও মিন তুন বলেন, মান্দালয়, নেপিডো ও সাগাইংয়ের রোগীদের জন্য রক্তদান প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট