এ যেনো ঈদের আগে-ই আরেক ঈদ! প্রায় ২ যুগেরও বেশী সময় পরে দেখা মিললো ববি(বনানী বিদ্যানিকেতন) এর ৬ ছাত্রের(সজীব, মুকিত,মাঞ্জার,মতিউর, উপল এবং আরিফ)। গুলশান ক্লাবের লনে বসে তারা হারিয়ে গেলেন ২৮ বছর আগের স্কুলজীবনে। সেই স্কুল জীবনের শুরু যাদের সাথে তাদের একত্রিত হওয়ার মধ্য দিয়ে সবাই নস্টালজিক হয়ে পড়েন। বর্তমানে কেউ ব্যাংকের বড় কর্মকর্তা, কেউ কোনো বিদেশী চেম্বারের শীর্ষ পদাধিকারী, কেউ আবার কোনো বড় কোম্পানীর অপারেশন ম্যানেজার, কেউ লেখক ও সাংবাদিক তো কেউ আবার বিরাট বড় ব্যবসায়ী। স্কুল জীবনের অনেক বন্ধু-বান্ধব দেশের বাইরে বিদেশে স্যাটল হলেও তারা সবাইকে স্মরণ করতে ভুলে নাই। বিগত এই বিশাল সময়ে যে সকল বন্ধু এবং স্কুল জীবনের শিক্ষক/ শিক্ষিকা যাঁদের কে হারিয়েছে, তাঁদেরকেও এই অনাড়াম্বর ইফতারের মিলনমেলায় শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন তারা। এই ধরণের মিলনমেলার জন্য তারা সকলে-ই সজীব এবং আরিফ এর সাথে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।