ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ২ জন মোটরসাইকেলের আরাহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা ৩ জনসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮), একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)। আহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সাজু ও কুলবাগান গ্রামের হোসাইন (১৯), আলামপুর গ্রামের সামাউল (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলে মোট ৬ জন খালিশপুর থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজা ও বিধান নামের দুইজন মারা যান। এরপর আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন।