1. live@morningnews49.online : Morning News 49 : Morning News 49
  2. info@www.morningnews49.online : Morning News 49 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মর্নিং নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ২ জন মোটরসাইকেলের আরাহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা ৩ জনসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮), একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)। আহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সাজু ও কুলবাগান গ্রামের হোসাইন (১৯), আলামপুর গ্রামের সামাউল (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলে মোট ৬ জন খালিশপুর থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজা ও বিধান নামের দুইজন মারা যান। এরপর আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট