বৈশাখের তীব্র তাপদাহ কমে এলো রাজধানীতে হঠাৎ বৃষ্টির মধ্য দিয়ে। তিনটার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি নেমে আসে; সঙ্গে বয়ে যায় হালকা বাতাস। বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা। এতে গরমের উত্তাপের মধ্যে কিছুটা হলেও শান্তি অনুভব করছেন নগরবাসী।
তবে স্বস্তির পাশাপাশি ভোগান্তিও সইতে হচ্ছে নগরবাসীকে। হঠাৎ বৃষ্টিতে গণপরিবহন বা বাস থেকে নেমেই ভিজতে হয় তাদের। আবার অল্প বৃষ্টিতেও রাস্তায় পানি জমলে অস্বস্তিতে পড়তে হয়েছে পথচারীদের।
এদিকে বৃষ্টির ফলে গরম কিছুটা কমলেও রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের কারণে ভোগান্তিতেও পড়তে হয়েছে পথচারীদের। আবহাওয়া অফিস জানিয়েছে, বৈশাখ মাসে এমন কালবৈশাখী ঝড় ও বৃষ্টি স্বাভাবিক। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে বেশ কয়েকটি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।