পাকিস্তানে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড চেইন কেএফসির ১০টির বেশি আউটলেটে দলবদ্ধ হামলার ঘটনায় প্রায় ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসলামপন্থী দলগুলো কেএফসিকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থনের প্রতীক হিসেবে বিবেচনা করে এর বিরুদ্ধে প্রতিবাদ ও বয়কটের ডাক দেয়। পুলিশ জানায় এখন পর্যন্ত অন্তত ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লাহোর পুলিশ জানায়, হামলার পর শহরজুড়ে ২৭টি কেএফসি আউটলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরটিতে দুইটি হামলা সংঘটিত হয়েছে এবং পাঁচটি হামলা পুলিশ ঠেকাতে পেরেছে বলে জানান লাহোর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ফয়সাল কামরান। ইসলামপন্থি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর এক সদস্যসহ মোট ১১ জনকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দলটি বিক্ষোভ আয়োজন করেছে—এমন কোনও প্রমাণ নেই।
টিএলপি-র মুখপাত্র রেহান মহসিন খান বলেন, ‘আমরা মুসলিমদের ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছি, তবে কেএফসি-র সামনে প্রতিবাদের ডাক দেয়নি। কোনো ব্যক্তি দলীয় পরিচয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলেও, সেটি দলীয় নীতির অংশ নয়।’ গাজা যুদ্ধকে কেন্দ্র করে শুধু পাকিস্তান নয়, অন্যান্য মুসলিম দেশ ও কিছু পশ্চিমা দেশেও পশ্চিমা ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে বয়কট ও প্রতিবাদ চলছে।