রাজধানীতে বিভিন্ন দাবিতে আন্দোলন ও অবস্থান কর্মসূচির মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কযেকটি সড়কে সমবেশ নিষিদ্ধ ঘোষণার পর সেনাবাহিনীর তরফে এ ঘোষণা এল।
শনিবার এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, ’সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর অধীনে থাকবে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শনের মত কর্মসূচি।
সড়কগুলো হল-
কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।
এদিকে নিষেধাজ্ঞা জারি নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তির পর ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) এ নিয়ে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এতে বলা হয়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার ডিএমপি প্রধান বিচারপতির সরকারি বাসবভনসহ বিচারালয় ঘিরে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে।