সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ মে) সকালে সীমান্তের সনাতনপুঞ্জি লোভাছড়া এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। এই ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) লোভাছড়া বিওপির সদস্যরা সকালে কানাইঘাটের লোভাছড়া এলাকায় অভিযান চালান। এ সময় তারা ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে ২১ জনকে আটক করেন। পরে আটক ব্যক্তিদের বিজিবির ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে কানাইঘাট থানা–পুলিশকে অবহিত করা হয়েছে।
বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল কানাইঘাটের সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটকের পর তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কানাইঘাট সীমান্ত থেকে ২১ জনকে আটক করা হয়েছে। অনুপ্রবেশকারীদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এর আগে মোট ১৭২ জনকে পুশইন করে। শনিবার সর্বশেষ ২১ জনসহ মোট ১৯৩ জনকে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ করলো বিএসএফ।