পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ বঞ্চিত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)।
এ সময় উপস্থিত সকলে ১৭ জুলাইয়ের পরিপত্র বাতিলের দাবিও জানায়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সারাদেশ থেকে প্রায় ৩০-৪০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় ঐক্যপরিষদের সভাপতি মুহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার, মহাসচিব রেজাউল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এতে সারা দেশ থেকে কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রিন্সিপ্যাল ও শিক্ষকরা জড়ো হন।
কিছুসময় পরে শিক্ষকদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামানের সাথে আলোচনা করতে যান।
এ সময় মহাপরিচালক বলেন, একই বিষয়ে কে বা কারা আদালতে রিট পিটিশন করেছেন বিধায় আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো মন্তব্য করতে পারছি না। পরে আন্দোলনকারীরা জানান, আমরা পরবর্তী রায়ের অপেক্ষায় আছি, রায় যদি বৈষম্যমূলক হয় তবে আমাদের কর্মসূচি কঠোর হবে।
কর্মসূচি চলাকালীন সময়ে উপস্থিত জনতার মাঝে বক্তব্য পেশ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহা সচিব জনাব লায়ন তাজুল ইসলাম নজরুল, সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু তাহের খান আবুল, প্রচার সম্পাদক জনাব এইচ এম সাইফুল ইসলাম , আইন সচিব এডভোকেট বাবুল হোসেন ফরাজী সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণ।
বিকপ এর প্রচার সম্পাদক জনাব এইচ এম সাইফুল ইসলাম বলেন,"আমরা দুই সপ্তাহ দেখবো। যদি মাননীয় হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেয় তবে আমরা ঘরে ফিরে যাবো। অন্যথার বৃত্তি-বৈষম্য দূর করার জন্য আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।"