পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ হত্যার বিচারসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৪ জুলাই) পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হাজী সৈয়দ মো. বশির উদ্দিন এ দাবি জানান।
পুরান ঢাকায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে মো. বশির উদ্দিন বলেন, পুরান ঢাকা দেশের অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য ব্যবসায়ী এখানে লেনদেন করতে আসেন। অথচ সম্প্রতি এ অঞ্চলে চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে শৃঙ্খল পরিবেশে ব্যবসা পরিচালনা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন রাস্তায় প্রকাশ্য দিবালোকে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা গোটা দেশের মানুষ দেখেছে। এটি একটি জঘন্য, নিন্দনীয় এবং বর্বর হত্যাকাণ্ড।